অল ইন্ডিয়া হিউম্যান রাইটস রূপনারায়নপুর শাখার পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির
কাজল মিত্র :-বর্তমান করোনা আবহের পরিস্থিতিতে রক্ত সংকট মোচনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এর আয়োজন করে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর রূপনারায়নপুর শাখা।করোনা আবহে যেভাবে ধীরে ধীরে রক্তের সংকট বেড়েই চলেছে তাতে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে বিপুল পরিমাণে।সেই রক্তের সংকট কিছুটা হলেও মেটাতে এগিয়ে এসেছে হিউম্যান রাইটস এর সকল সদস্য বৃন্দ।
এদিন এই রক্তদানে উপস্থিত ছিলেন জেলাপরিষদ এর করমাধ্যক্ষ মহম্মদ আরমান, আসানসোল জেলা ব্লাড ব্যাংক এর ডক্টর সঞ্জিত চ্যাটার্জি, রক্তদান আন্দলনের নেতা প্রবীর ধর,জেলার সহ-সভাপতি শ্যাম সুন্দর সাহা
সহ অনেক ।এদিন প্রায় আসানসোল জেলা ব্লাড ব্যাংক ও চিত্তরঞ্জন সেল্ফলেস সোসাইটির সহযোগিতায় এখানে প্রায় ৩০ জন রক্ত দাতা রক্তদান করেন।
এদিন প্রবীর ধর জানান যে
বর্তমানে প্রয়োজনের তুলনায় রক্তের পরিমাণ খুব অল্প। রক্তদানের জন্য আরো বেশি প্রচার বাড়াতে হবে।এই কাজে এগিয়ে আসার জন্য মানুষকে সচেতন করতে এবং অনুপ্রাণিত করতে আরও বেশি করে সচেষ্ট হতে হবে ।এখন বিভিন্ন ক্লাবে,কলেজে, বিভিন্ন প্রতিষ্ঠানে রক্তদান শিবির হয় যেখানে যুবক যুবতীরা স্বেচ্ছায় এগিয়ে এসে রক্ত দান করেন।এদিন হিউম্যান রাইটস এর উদ্যোগে পঞ্চম বর্ষ রক্তদান করা হয়েছে। প্রধান অতিথি র পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য জয় চক্রবর্তী,অর্ণেশ চ্যাটার্জি, স্বর্ণব ঘোষাল,সৌম্যজিৎ সাহা
,সমীরণ রায়,সুভদীপ চ্যাটার্জি
,অভিষেক দাস,কোমরা সাইরাম,দেবব্রত মন্ডল সহ অনেকে।