সেখ সামসুদ্দিন, ২২ জানুয়ারিঃ জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কম্বল বিতরণ কর্মসূচি শুরু হয় আজ। ব্লক পার্টি অফিস থেকে ব্লক সভাপতি মেহেমুদ খান ও যুব সভাপতি ভুতনাথ মালিক এই কর্মসূচি শুরু করেন। মেহেমুদ খান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও এম এল এ অলোক কুমার মাঝির সাহায্যে এই ১৫০০০ কম্বল বিতরণ করা হবে। ব্লকের প্রতিটি অঞ্চলের প্রতি গ্রামের প্রতিটি বুথে। বুথ প্রতি ১৫ টি করে কম্বল দেওয়া হবে। আজ যুব সভাপতি ভুতনাথ মালিকের নেতৃত্বে চকদিঘী অঞ্চলের ১৯ টি বুথে কম্বল বিতরণ করা হয়।