রাহুল রায়,কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের করুই গ্ৰাম পঞ্চায়েতের পাঁজোয়া গ্ৰামের বাসস্ট্যান্ডে লাগোয়া মেঝিয়ারী চঞ্চলা বালিকা বিদ্যালয়ের জল পাস হতো নয়নজুলিতে। সেই নয়নজুলি বুঝিয়ে বাড়ি তৈরি করা হচ্ছে। এক ব্যাক্তি পাঁজোয়া গ্ৰামের বাসস্ট্যান্ডে লাগোয়া স্কুলের পেছনে নয়নজুলি বুজিয়ে বেআইনি ভাবে বাড়ি তৈরি করার কাজ শুরু করেছে। শনিবারদিন সেই খবর জানতে পারে কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল। তিনি জানান আমি স্কুলে গিয়েছিলাম একটি কাজে। এলাকার মানুষেরা আমার কাছে গিয়ে বলে স্কুলের জল পাস হওয়ার জন্য যে নয়নজুলিটি আছে সেটা বুঝিয়ে বাড়ি তৈরি করার কাজ হচ্ছে। আমি খবর পাওয়া মাত্র স্কুলের কাজ ফেলে ঘটনাস্থলে গিয়ে দেখি সত্যিই নয়নজুলি বুঝিয়ে বাড়ি তৈরি করার জন্য মাটি খুড় ছিল লেভারা। স্কুলের সভাপতি তাপস কুমার চন্দ্র ও এলাকার মানুষদের সঙ্গে করি নিয়ে গিয়ে বাড়ি তৈরি করার জন্য মাটি খুড়ার কাজ বন্ধ করে দিয়। সরকারি পারমিশন না থাকার জন্য কাজটি বন্ধ করে দিলাম। নয়নজুলি বুঝিয়ে বাড়ি তৈরি হলে আগামীতে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল জমে স্কুলে ঢুকলে স্কুলের ক্ষতি হতে পারে। যাতে নয়নজুলি বুঝিয়ে বাড়ি তৈরি না করা হয় সেই বিষয়ে আমি প্রশাসকে জানিয়েছি এই কথা বললেন তিনি।