খায়রুল আনাম,
বীরভূম : শান্তিনিকেতন থানার কোপাই নদীর এক দিকে রয়েছে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত আর অন্যদিকে রয়েছে সর্পলেহনা গ্রাম পঞ্চায়েত। দু’টি গ্রাম পঞ্চায়েতেই রয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে। এমনিতেই সরকারিভাবে কোপাই নদীতে বালি উত্তোলন নিষিদ্ধ থাকায়, এই নদীতে কোনও বৈধ বালিঘাট নেই। অথচ এই নদী থেকে অবৈধভাবে বালি তুলে তা পাচার করা হয়। আর এজন্য কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শেখ মামুনই মূল ভূমিকা পালন করেন বলে বলা হয়। এদিন কঙ্কালীতলা এলাকার বালি মাফিয়ারা সর্পলেহনা এলাকায় বালি তুলতে গেলে দু’দল তৃণমূল কংগ্রেস সমর্থক বিবাদে থেকে সংঘর্ষে জড়ান। সেই সময় গুলিও চলে বলে অভিযোগ। শেখ মামুনকে গ্রেপ্তারের দাবিতে সর্পলেহনা এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা আমোদপুর- বোলপুর সড়ক অবরোধ করেন। পরে শান্তিনিকেতন থানার পুলিশ গিয়ে সড়ক অবরোধমুক্ত করে। শেখ মামুন তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।