মেদিনীপুরে হাসপাতালে এবং শিশুউদ্দানে সেন্টা

আজকে বড়দিনে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর শহরের অরবিন্দ শিশু উদ্যান এ এবং মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সান্তা ক্লজের বেশে পৌঁছান তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা , হাসপাতালের রোগীদের হাতে ফল তুলে দেয়া হয় , অন্যদিকে শিশু উদ্যান এ কেক , চকোলেট , বিস্কুট ও খেলনা দেওয়া হয় , সান্তাক্লজ গেছে যুব কর্মীদের কাছে পেয়ে শিশুরা প্রচুর আনন্দ করে , এমনকি বড়দের মধ্যে সেলফি তোলার হিড়িক দেখা দেয় , এইভাবেই জননেত্রী মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্রিসমাসের বিকেলটা মানুষকে আনন্দ দিয়ে কাটালো মেদিনীপুরের তৃণমূল যুবকংগ্রেসের কর্মীরা

Leave a Reply