দুর্গাপুরের আন্তরিক পত্রিকার বড়দিন উদযাপন –
‘ জিঙ্গল বেল, জিঙ্গল বেল, জিঙ্গল অল দ্য ওয়ে। ‘
25 ডিসেম্বর বড়দিন হিসেবে পালিত হয় । করুণাময় যিশু খ্রিস্টের এই দিনেই পৃথিবীতে আর্বিভাব হয়েছিলো এবং তিনি প্রেম ও শান্তির বার্তা দিয়েছিলেন । বড়দিন বন্ধুবান্ধব, পরিবার অথবা আপনজনদের শুভেচ্ছা জানানোর উৎসব।
বড়দিনের পবিত্র মুহূর্তে শান্তির প্রদীপ জ্বালিয়ে সাহিত্য বাসর ও কেক কেটে যীশু খ্রীষ্টের জন্মদিন উদযাপন করলো আন্তরিক সাহিত্য পত্রিকা দুর্গাপুরের অফিস ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের যোধনের সম্পাদক বাসুদেব মন্ডল, শিল্পী তরুণ সাহা, অশোক সৌ মন্ডল, উমা শংকর সেন, রাজ মুখার্জী , অঙ্কিত ঘোষ, পাপিয়া চক্রবর্তী, অর্ঘ্য চক্রবর্তী প্রমুখ। পত্রিকার সম্পাদিকা অন্তরা সিংহরায় বলেন, ” আজকের শুভ দিনে শান্তি ও মৈত্রীর বার্তা দিলাম আমরা এবং ভবিষ্যতের নানা সমাজ কল্যাণকর কাজের পরিকল্পনা নিলাম। আগামী বছরে সকলের মঙ্গল হোক সেই কামনা করি।”
আজ দুর্গাপুরের পথে ঘাটে অগণিত মানুষের ভিড় দেখা গেলো। সকাল থেকেই উৎসব প্রিয় মানুষের ভিড় উপচে পড়লো শহরের চার্চ গুলিতে।সব ধর্ম নির্বিশেষে এ এক মিলন উৎসব।