রাহুল রায়,
; বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা সবালা মেলা অনুষ্ঠিত হল কাটোয়া কাশিরামদাস বিদ্যায়তনের মাঠে বৃহস্পতিবার। মেলা চলবে ৭ দিন ধরে। প্রদীপ জ্বালিয়ে মালার উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী,রাজ্যের প্রাণীসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা,কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী।উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন,পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক কাজল কুমার রায়,পূর্ব বর্ধমান জেলার অ্যাডিশনাল এসপি ধ্রুব দাস,কাটোয়ার মহকুমাশাসক জামিল ফতিমা জেবা,জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু,বিধায়ক খোকন দাস,বিধায়ক তপন চ্যাটার্জী,বিধায়ক অলোক মাঝি,বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য,সহ অন্যান্যরা। এই মেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরির জিনিস ও খাবার সহ অন্যান্য জিনিস নিয়ে মোট ৬৫টি স্টল রয়েছে। মেলা দেখতে জেলার বিভিন্ন ব্লক থেকে হাজার-হাজার মানুষ উপস্থিত ছিলেন।স্টলগুলি ঘুরে দেখলেন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী।