Spread the love

মঙ্গলকোটে  বালি পাচার, আটক জেসিবি সহ দুই ট্রাক্টর 

মোল্লা জসিমউদ্দিন, আমিরুল ইসলাম,

;
পূর্ব বর্ধমান জেলার অজয় নদের বালি পাচারের অভিযোগ নুতন নয়।তবে এবার মঙ্গলকোট থানার পুলিশ অবৈধভাবে অজয় নদের বালি তুলবার অভিযোগে এক জেসিবি সহ দুটি ট্রাক্টর আটক করলো।রবিবার সকালে পশ্চিম মঙ্গলকোটের পালিগ্রাম অঞ্চলের নবগ্রাম এলাকায় মঙ্গলকোট থানার পুলিশ আচমকা এই অভিযান টি চালায়।তবে আটক রাখা সংশ্লিষ্ট  গাড়ির চালকরা পুলিশ দেখেই গাড়ি ছেড়ে পালিয়ে যায় বলে প্রকাশ ।অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে মঙ্গলকোট পুলিশের অপরাধ দমন শাখা বলে জানিয়েছেন আইসি পিন্টু মুখার্জি ।তবে দুজন গ্রেপ্তার হয়েছে। উল্লেখ্য,  অজয় নদের বালিলুটের অভিযোগ নুতন নয়।এই থানা এলাকায় কমপক্ষে কুড়ির বেশি বালিঘাট চলছে বলে অভিযোগ । যার বেশিরভাগই অবৈধ বলে দাবি স্থানীয়দের।অজয় নদের এপারে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রাম থানা যেমন পড়ছে।ঠিক তেমনি বীরভূমের ইলামবাজার, বোলপুর ও নানুর থানা এলাকা পড়ছে।দাবি, স্থানীয় ভূমি সংস্কার দপ্তরের একাংশের অশুভ আঁতাতে বরাবরই সক্রিয় বালি পাচারে যুক্ত ব্যক্তিরা।সড়কপথে বিভিন্ন মোড়ে থাকে বালিপাচারে যুক্তদের ‘ইনফরমাররা’। এইসব ইনফরমাররা পুলিশ প্রশাসনের মহকুমা / জেলাস্তরের আধিকারিকদের অভিযানের গতিপথের গতিবিধি জানায় বালিঘাটে থাকা ব্যক্তিদের কে।ঠিক এইরকম পরিস্থিতিতে মঙ্গলকোট থানার পুলিশ রবিবার সকালে আচমকাই পালিগ্রাম অঞ্চলে অজয় নদে বালি পাচারের যুক্ত জেসিবি সহ দুটি ট্রাক্টর আটক করলো। তবে চালকরা ঘটনার পর থেকেই বেপাত্তা।এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এইরকম অভিযান মাঝেমধ্যেই চলবে বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *