শুভদীপ ঋজু মন্ডল, বাঁকুড়া :– জঙ্গলমহলের রায়পুর ব্লকের মটগোদা যুব গোষ্ঠীর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর 132 তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হলো স্থানীয় মুড়াজোড় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে।এ দিনের অনুষ্ঠানের শুরুতে ভারতের স্বাধীনতা আন্দোলনের বীরবিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে শিশুদের জন্য বসে আঁকো প্রতিযোগিতাও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিন মটগোদা যুব গোষ্ঠীর উদ্যোগে মুড়াজোড় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক তথা মুড়াজোড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষিৎ কামিল্যা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনশিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সাধন কুমার মন্ডল ,বিশিষ্ট শিক্ষক সমাজসেবী রাধামাধব মুখার্জি, শিক্ষক সমাজসেবী বাপ্পাদিত্য মন্ডল ,শিক্ষক হিমাংশু গোস্বামী। মটগোদা যুবগোষ্ঠীর কর্মকর্তা দীননাথ গোস্বামী সহ অন্যান্য সদস্য সদস্যা বৃন্দ এছাড়া স্থানীয় অধিবাসী বৃন্দ । বিদ্যালয় প্রাঙ্গণে অন্যান্য মনীষীদেরমূর্তিতে মাল্যদান করেন উপস্থিত অতিথিবৃন্দ । ক্ষুদিরাম বসুর জীবনী নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক নৃত্য ,গান ও কবিতা আবৃতি করে শিশুরা। আজকের এই অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে এলাকার অভিভাবক অভিভাবিকা দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।অতিথি শিক্ষক হিমাংশু গোস্বামী বলেন আজকের দিনে শিশুদের মধ্যে মনীষীদের চিন্তা-ভাবনা ও তাদের কথা তুলে ধরতে মটগোদা যুব গোষ্ঠী সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে আজকে ক্ষুদিরাম বসুর জন্মদিনের অনুষ্ঠান টিও তারই একটি অঙ্গ।