তুমি ঈশ্বর,
গোপা ভট্টাচার্য্য
নমি তোমায় নমি
ভুলিনি তোমায় হে ঈশ্বর,
আমি সেই নারী,
নিয়েছি তোমারই দেওয়া
অমূল্য উপহার _
নারীর সম্মান।
তোমার দানের খড়ি
আজও আমাদের
হাতের অলঙ্কার ।
অবলাকে সবলা করেছো তুমি ,
তোমারই করুণায় ।
হে দয়ার সাগর _
নমি তোমায় নমি ।।
আমি নারী,
তমসা থেকে উঠে আসা
এক অসহায় নারী ।
করেছো বিদ্রোহ তুমি
গোঁড়া সমাজের সাথে,
নারীরই কল্যাণে ।
উপহারে দিয়েছো তুমি
এক ঝলমলে পৃথিবী ।
হাতে দিয়েছো পুস্তক ,
দিয়েছো স্বপ্ন দেখার অধিকার।
ধন্য আমি আজ ।
আমি সে নারী,
পেয়েছি আজ আলোর ঠিকানা ,
তোমারই দয়ায় ।
হে দয়ার সাগর ,
তুমিই আমার ঈশ্বর ।
তোমায় আমি নমি।
তুমি অনুপম ,
অমর তুমি অনন্তকাল
এই পৃথিবীর বুকে ।
ভুলিনি তোমায় হে ঈশ্বর
আমি সেই নারী
নমি তোমায় নমি ।।