আমিরুল ইসলাম,
ভাতারের হরিপুরে দেড় বছরের শিশু ও মায়ের একই ঘরে রহস্যজনক মৃত্যু, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতার এর বলগোনা অঞ্চলের হরিপুর গ্রাম থেকে আজ একই ঘর থেকে মা ও দেড় বছরের মেয়ের মৃতদেহ উদ্ধারকে ঘিরে রহস্য এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পুলিশ সূত্রে জানা যায় হরিপুর গ্রামের গৃহবধূ চন্দনা বাউরী বয়স কুড়ি বছর ও তার মেয়ে নন্দিনী বাউরি বয়স দেড় বছর, দুটি মৃতদেহ উদ্ধার হয়েছে।
ঘরের ফ্যান এর মধ্যে ঝুলন্ত অবস্থায় ছিল মায়ের মৃতদেহ। আর মায়ের পায়ের নীচে ছিল দেড় বছরের কন্যা শিশুর মৃতদেহ।

মা চন্দনা বাউরির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলেও কিভাবে শিশুর মৃত্যু ঘটলো সে বিষয়ে রহস্যর দানা বেঁধেছে ।মৃতদেহটি উদ্ধার করে ভাতার থানার পুলিশ।

সঠিক কি কারণে মৃত্যু সে বিষয়ে তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ।

সমগ্র ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা যায় আউসগ্রাম এর মেয়ে চন্দনা বাউরীর সঙ্গে 3 বছর আগে হরিপুরে সঞ্জীব ঘাটোয়ালের সঙ্গে বিয়ে হয়েছিল। তাদের একটি কন্যা সন্তান হয় যার নাম নন্দিনী বাউরী।
দুস্থ পরিবার।

হঠাৎ কিভাবে দুর্ঘটনা ঘটলো সে বিসয়ে পরিবারের মানুষজনদের চিন্তা।

Leave a Reply