সেখ সামসুদ্দিনঃ ২১শে নভেম্বর রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লকের মেমারি থানা
থেকে গতকাল মুখ্যমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ বক্তব্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। আজ তাকে বর্ধমান আদালতে পাঠায় মেমারি থানা। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম -সঞ্জিত মুর্মু, বয়স ২৫ বছর, বাড়ি মেমারির আমাদপুর গ্রামে। রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি অনুষ্ঠানের সোশ্যাল মিডিয়া লাইভ সম্প্রচারিত হচ্ছিল। সেই সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত ভিডিওর কমেন্ট বক্সে একটি কুরুচিকর মন্তব্য করেন ওই ব্যক্তি। তারপরেই মেমারি থানায় ওই ব্যক্তির নামে অভিযোগ দায়ের হয়। অভিযোগ করেন আমাদপুর অঞ্চলের প্রেসিডেন্ট। তার পরিপ্রেক্ষিতে আমাদপুর থেকে মেমারি থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং রবিবার ওই ব্যক্তিকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠায়।