১৯ নভেম্বর, সেখ সামসুদ্দিনঃ ফুটবল বাঙালির গর্ব হলেও গ্রামাঞ্চলে বাঙালী খেলোয়াড় এখন কমে যাচ্ছে বলে খেলোয়াড়দের উৎসাহিত করতে বার্তা দেন মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত মুখার্জী। মেমারি থানার কাশীপুরে গ্রামবাসী ও মা মনসা ফুটবল ক্লাবের পরিচালনায় একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। বাস্তবে বাঙালী ফুটবল খেলোয়াড়ের সংখ্যা ক্রমশঃ নিম্নগামী, পাশাপাশি বিদেশি খেলোয়াড়ের আধিপত্য বাড়ছে। ফুটবল খেলোয়াড়দের উৎসাহিত করতে এই খেলায় অংশগ্রহণকারীদের সাধুবাদ জানান মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত মুখার্জী। মেমারি ২ ব্লক যুব সভাপতি হিমাদ্রি মন্ডল জানান উপস্থিত আছেন জামালপুর বিধানসভার বিধায়ক তথা জেলা যুব সভাপতি অলোক মাজি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমর সাহা, কুচুট গ্রাম পঞ্চায়েত প্রধান রুমকি মন্ডল, উপপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উপস্থিত থাকবেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য ও মেমারি ২ ব্লক সভাপতি তথা জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহঃ ইসমাইল প্রমুখ।