শিশু দিবসে ভার্চুয়াল প্রবন্ধ প্রতিযোগিতা ভাতার পুলিশের
আমিরুল ইসলাম,
;করোনা আবহে কচিকাঁচাদের নিয়ে অনলাইনে প্রবন্ধের প্রতিযোগিতার আয়োজন ভাতার থানার পুলিশের।করোনা আবহে দীর্ঘকাল ধরে স্কুল বন্ধ । বাড়িতে বসেই বহু কষ্টে দিন কাটাচ্ছেন কচিকাঁচা পড়ুয়াদের । দীর্ঘদিন কি স্কুল বন্ধ থাকায় স্কুলের সহপাঠীদের সঙ্গে হচ্ছে না খেলাধুলা করার সুযোগ। বাড়ির মধ্যেই ‘খাঁচার পাখি’র মত আবদ্ধ হয়ে কাটাতে হচ্ছে মাসের পর মাস। সেই সমস্ত ঘরবন্দি শিশুদের ঘর বন্দী হয়ে তাদের অভিজ্ঞতাটা কেমন? তার খোঁজ নিতে অভিনব উদ্যোগ নিলেন ভাতার থানার ওসি সৈকত মণ্ডলের । ‘শিশুদিবস’ উপলক্ষ্যে রবিবার এলাকার কচিকাঁচা পড়ুয়াদের নিয়ে অনলাইনে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিল ভাতার থানার পুলিশ। আর সোমবার বাড়ি বাড়ি গিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন ওসি সহ ভাতার থানার পুলিশকর্মীরা। বাড়িতে বসেই উপহার পেয়ে আপ্লুত কচিকাঁচার দল। প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পাশাপাশি আরও সাতজন সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে এদিন।