সঞ্জয় হালদার,
পুরুলিয়া জেলা জুড়ে পালিত হল বীর বিরসা মুন্ডার জন্মবার্ষিকী (১৫ নভেম্বর ১৮৭৫ – ৯ জুন, ১৯০০) তিনি ছিলেন ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক। তৎকালীন ব্রিটিশ শাসকদের অত্যাচার-অবিচারের ক্ষুব্ধ হয়ে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। বিদ্রোহীদের কাছে তিনি বিরসা ভগবান নামে পরিচিত ছিলেন।
আজ সেই সমাজ সংস্কারক ও অমর স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে পুরুলিয়া সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে উনার প্রতি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন পুরুলিয়া জেলার জননেতা তথা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি Sujoy Banerjee উপস্থিত ছিলেন পুরুলিয়া শহরের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও অন্যান্য ব্যাক্তি বর্গ।