উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া পৌর এলাকায় রকেট ক্লাবের উদ্যোগে এবারের বিজয়া সম্মিলনী ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করা হল ৷ এবারের বিজয়া সম্মিলনী ৪৬ তম বর্ষে পদার্পন করল ৷ বসে আকো প্রতিযোগীতার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয় ৷ শিশু দিবস উপলক্ষে আজ রবিবার বসে আকো প্রতিযোগীতা বলে যানা গেছে ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে,পরবর্তীতে সান্ধ্যকালীন অনুষ্ঠানে, বসে আঁকো প্রতিযোগীদের প্রথম দ্বিতীয তৃতীয় স্থান অধিকারী দের পুরষ্কৃত করা হয় ৷
শুধু তাই নয় গত কুড়িমাস ধরে করনার এই ভয়াবহ মূহুর্তে যারা প্রতি নিযত মানুষের পাশে থেকেছেন তাদের কে সম্মানীত করা হল প্রথম সারির করনা যোদ্ধা হিসাবে ৷ সম্মানিত করা হয় পাবলিক অ্যাপ এর রিপোটার ওয়াসিম বারি ও দমকল দপ্তরের ইনেস্পকটর দিপক কুমার চ্যাটার্জী,বসিরহাট জেলা হাসপাতালের নার্স মৌমিতা হালদার , স্থানীয় চিকিৎসক রফিকুল ইসলাম, বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারি অনিল সাউ,সহ বাদুড়িয়া পৌরসভার সাফাই কর্মীদের, এ বিষয়ে রকেট ক্লাবের সম্পাদক গৌতম গুপ্তা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান করোনার এই ভয়াবহ মুহূর্তে যারা প্রথম সারিতে থেকে মানুষের সেবা সহ খবর সম্প্রচার করে চলেছে তাদেরকে এই নির্ভীকতার সঙ্গে কাজ করার কারণে সম্মান জ্ঞাপন করা হল।প্রথম সারির কভিদ যোদ্ধাদের আজ সম্মানিত করতে পেরে আমরা রকেট ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে গর্বিত।