পন্ডিত তারানাথ তর্ক বাচস্পতির জন্মোৎসব কালনায়,
দীপঙ্কর চক্রবর্ত্তী,
বৃহস্পতিবার বিকেল ৪টায় কালনার ভূমিপুত্র সংস্কৃতজ্ঞ পন্ডিত তারানাথ তর্ক বাচস্পতির ২০৯ তম জন্মোৎসব মহাসমারোহের সাথে পালিত হল।কালনা তেঁতুলতলা মোড়ে তারানাথের আবক্ষ মূর্তীতে মাল্যদান করেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ মহাশয়,সাথে স্হানীয় ও বহিরাগত অসংখ্য মানুষ মূর্তীতে মালা পড়িয়ে শ্রদ্ধা জানান।আয়োজকদের পক্ষে শিক্ষিকা ও কবি স্বাগতা কর্মকার বলেন মাল্যদানের পর বর্ধমান রাজকলেজের অধ্যাপক ধনন্জয় ঘোষাল,সেখ মুসকিন,ভারত সেবাশ্রম সংঘের সর্বাত্বানন্দ মহারাজ,নরেশ দাস,তাপস কার্ফা,মোনালিসা মুখার্জী,সম্পাদক কবি তরুন সেন,বসন্ত পাল,অনিল চক্রবর্ত্তী,বিদ্যাধর মুখার্জী সহ আরো অনেকে তারানাথের পান্ডিত্য ও বর্ণময় জীবন,বিদ্যাসাগরের সাথে তারানাথের সুসম্পর্ক নিয়ে আলোচনা করেন।চলে কবিতা ও সংগীতও,সভায় বিশিষ্ঠ কয়েকজন ব্যাক্তিকে তারকনাথ স্মৃতি সম্মাণও দেওয়া হয়।প