Spread the love

কলকাতা লোকসংস্কৃতি পরিষদের অনুষ্ঠান নবদ্বীপে,


দীপঙ্কর চক্রবর্ত্তী,


সোমবার নবদ্বীপ বুড়োশিবতলা নির্ভিক সমিতির হলে কলকাতা লোকসংস্কৃতি পরিষদের সাহিত্য অনুষ্ঠান আয়োজিত হল।সাহিত্যিক তুষার কান্তি মুখোপাধ্যায়,গবেশক মৃত্যুন্জয় মডল,ঝারখন্ড বাংলা ভাষা আন্দোলনের সৈনিক ও সাহিত্যিক বিপুল গুপ্ত,জগন্ময় মিশ্র,স্বপন কুমার দাস,সিরাজুল ইসলাম এই সভায় বক্তব্য রাখেন।এর পর গানে স্বরচিত কবিতায় সভা প্রানবন্ত হয়ে ওঠে।আয়োজকদের পক্ষে বিকাশ বসু,বাবলু সরকার জানান কবিতা লেখায়,সাহিত্যকে ভালোবেসে জীবন অতিবাহিত করার জন্য সিরাজুল ইসলাম,মৃত্যুন্জয় মন্ডল,দীপঙ্কর চক্রবর্ত্তী,তপন রারী,চন্দ্রকান্ত ডুবুরী,সেখ রমজান,বিজন কুন্ডু,নিমাই দেবনাথ,রতন কুমার নাথকে সংবর্ধিত করা হয়।রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মিনিষী ও কৃতি মানুষদের স্মরনে সভা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *