খায়রুল আনাম,
বীরভূম : কীটনাশক খেয়ে আত্মঘাতী হলো নিখিল আঁকুড়ে নামে এক যুবক। তার বাড়ি সদাইপুর থানার রাউতারা গ্রামে। বাড়িতে কীটনাশক খেলে তাকে নিয়ে যাওয়া হয় সিউড়ির জেলা সদর হাসপাতালে। পরে তাকে বর্ধমান কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তার মৃত্যু হয়েছে।