নন্দীগ্রামে নিহত বিজেপি কর্মী খুনের মামলায় চার্জশিট দাখিল সিবিআইয়ের 

খায়রুল আনাম,

, শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমা আদালতে ভোট পরবর্তী হিংসা  মামলা  চার্জশিট পেশ করল সিবিআই । নন্দীগ্রামে  বিজেপি  কর্মী দেবব্রত মাইতি হত্যাকাণ্ডে এই চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । সূত্রের প্রকাশ , চার্জশিটে শেখ ফতেনুর, শেখ মিজানুর ও শেখ ইমদুলাল ইসলামের নাম রয়েছে।আজ  এই তিনজনের নামে হলদিয়া আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। ভোট পরবর্তী হিংসা মামলায় জেলায় জেলায় ঘুরে জোরদার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা  সিবিআই। নন্দীগ্রামের বিজেপি কর্মী খুনের মামলা সহ এখনও অবধি মোট  ৫ টি চার্জশিট পেশ করা হয়েছে। একুশের বিধানসভা ভোটের ফল বেরনোর পর নন্দীগ্রামের চিল্লোগ্রামে গত ৩ মে বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে শাসকদলের কর্মীদের বিরুদ্ধে। বিজেপি কর্মীর অবস্থা এতটাই সঙ্কটজনক ছিল যে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে এসে চিকিত্‍সা করানো হয়। এখানেই মৃত্যু হয় তাঁর। দেবব্রত মাইতি হত্যাকাণ্ডে নাম জড়ায় শেখ সুফিয়ান সহ আরও দুই তৃণমূল নেতার। এই শেখ সুফিয়ান ছিলেন নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট। বিজেপি কর্মী খুনের ঘটনায় শেখ সুফিয়ানকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। ভোট পরবর্তী হিংসা মামলা ছাড়াও ২০০৭-২০০৯ সাল পর্যন্ত নন্দীগ্রামে হিংসা ছড়ানোর অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছিল সুফিয়ান, আবু তাহের, শেখ সামাদ সহ তৃণমূলের মুখিয়া নেতাদের বিরুদ্ধে। মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট অবধি। বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি কৃষ্ণ মুরারির এজলাসে সেই মামলার শুনানি হয়েছিল। দীর্ঘ টানাপড়েনের পরে শেখ সুফিয়ানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। বিচারপতিদের বেঞ্চ জানিয়েছিল, পুরনো মামলায় গ্রেফতার করা যাবে না মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট সুফিয়ানকে। সেই মামলা নতুন করে চালু করার আর্জি জানিয়ে হাইকোর্টে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে ফের পিটিশন দাখিল হয়েছিল। বিরোধী দলনেতা তথা নন্দীগ্রাম বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘তৃণমূল এখন আমিরুল, সুফিয়ান, সামাদ, শাহবুদ্দিনদের হাতে। যারা পাকিস্তান ক্রিকেট ম্যাচে জিতলে বোম ফাটায়। বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনের ঘটনায় গোড়া থেকেই সুফিয়ানকে জেরা করেছেন তদন্তকারী অফিসাররা। তবে হলদিয়া আদালতে যে চার্জশিট পেশ করা হয়েছে তাতে নাম নেই সুফিয়ানের। গোটাটাই রাজনৈতিক প্রতিহিংসার কারণে হচ্ছে বলে দাবি করেছেন সুফিয়ান। তাঁর বক্তব্য, বিজেপির প্ররোচনাতেই সিবিআই বার বার তলব করেছিল তাকে। গত ১৯ অগস্ট কলকাতা হাইকোর্ট বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় খুন ও ধর্ষণের মামলাগুলির তদন্তের ভার দিয়েছিল সিবিআইকে। মামলাগুলি তদন্তের জন্য টিম তৈরি করেছে সিবিআই। গোটা রাজ্যকে চারটি জ়োনে ভাগ করে তদন্তকারী দল তৈরি হয়েছে। প্রতিটি দলের নেতৃত্বে রয়েছেন, যুগ্ম অধিকর্তা বা জয়েন্ট ডিরেক্টর পর্যায়ের এক জন করে অফিসার। খুন, খুনের চেষ্টা, ধর্ষণ, অনধিকার প্রবেশ, অপহরণ, অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। এখনো পর্যন্ত ৪০ এর কাছাকাছি মামলা দাখিল হয়েছে। তার মধ্যে চার্জশিট দাখিল ৫ টি।

Leave a Reply