সুভাষ মজুমদার,

তারকেশ্বর পদ্মপুকুর পূজা কমিটি ৪৩ বছরে পদার্পন করলো।ভার্চুয়ালি পূজার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পূজা মন্ডপে উপস্থিত রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না হরিপাল বিধানসভার বিধায়ক ডাঃ করবী মান্না তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহরায়, বিশিষ্ট সমাজসেবী ইয়াসিন হায়দার, পৌর প্রশাসক স্বপন সামন্ত, তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি তথা পূজা কমিটির অন্যতম দায়িত্বে থাকা উত্তম ভান্ডারী, সৌরভ বন্দ্যোপাধ্যায় সি আই তারকেশ্বর, ওসি তারকেশ্বর সমর দে, পদ্মপুকুর পূজা কমিটির সভাপতি লক্ষীপদ কোঠারি,সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ।

এবারে পূজার থিম বিবর্ণ,
বর্তমান পরিস্থিতি তে প্রকৃতির যে রূপ অর্থাৎ
স্বাভাবিক জিবনে ফিরে আসতে মায়ের কাছে নিবেদনা। অন্যদিকে শতাধিক এর ওপর বস্ত্র বিতরণ ছাতা বিতরণ সহ মা অন্নপূর্ণা হিমঘরে কর্মরত 9 জন কর্মচারীকে নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না ।

Leave a Reply