কাজল মিত্র :-বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের দাবিতে প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালো সিপিএম। অগ্রিম জানানোর পরও ডিএমকে ডেপুটেশন দিতে যেয়ে না পেয়ে ক্ষুব্ধ হয়ে প্রশাসনকে কাঠগড়ায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের অনুরোধে ফিরে গেলেন তাদের দাবি বাম আমলে এই নদীর সংস্কার হল তারপর এই নদীর আর সংস্কার হয়নি এই নদীর সংস্কার প্রয়োজন এছাড়া যে বিপিএলের আবাসন গুলি বানানো আছে সেই গুলিতে ক্ষতিগ্রস্ত মানুষদের থাকার ব্যবস্থা অনুরোধ করা হয়েছিল কিন্তু সেটা এখনও অবধি করা হয়ে ওঠেনি এছাড়া আসানসোলের জন্য যে প্যান্ট বানানো হয়েছিল সেই প্ল্যান হারিয়ে গেছে আসানসোল কে বাঁচাতে হলে 100 কোটি টাকার প্রয়োজন এই দাবি তুলে দেখালো সি পি এম জোনাল কমিটি জোনাল কমিটি সম্পাদক পার্থ চট্টোপাধ্যায়