সঞ্জয় হালদার,
পুরুলিয়া জেলার বলরামপুরের লাক্ষা শিল্পের শেলাক ক্লাস্টার কারখানার শুভ উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হলধর মাহাতো, জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম, জেলা পরিষদের কো মেন্টর জয় ব্যানার্জি, জেলা পরিষদের প্রাণী কর্মাধ্যক্ষ তথা যুব সভাপতি মেঘদুত মাহাতো, জেলা পরিষদের সদস্যা নিয়তি মাহাতো , বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি , জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও চিরাচরিত শক্তির কর্মাধ্যক্ষ তথা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী
নমিতা সিং মুড়া সহ অন্যান্য বিশিষ্ট বর্গ।
এবার বলরামপুর শহর ও আশে পাশের গ্রামে শতাধিক লাক্ষা কুটির এর সাথে যুক্ত হাজার হাজার মানুষের রুজি রোজগারের দরজা খুলে গেল। দক্ষ শ্রমিক ও এই শিল্পের সাথে যুক্ত ব্যবসায়ীরাও এবার আর্থিকভাবে সমৃদ্ধি হবে। স্বভাবতই আজ খুশির হাওয়া বলরামপুরে। দীর্ঘদিন ধরে ধুঁকতে থাকা বলরামপুরের লাক্ষা শিল্পকে এক ছাতার নিচে নিয়ে এসে তৈরি হলো ক্লাস্টার প্রজেক্ট। মা -মাটি -মানুষ সরকারের উদ্যোগে লাক্ষা শিল্পকে বিশ্বমানের গড়ে তুলতেই তৈরি করা হয় এই লাক্ষা ক্লাস্টার। আধুনিকতার ছোঁয়ায় লাক্ষা ক্লাস্টার বলরামপুরের সুদিন ফিরাবে। লাক্ষা চাষ শিল্পে রূপান্তরিত হবে। পলাশ, কুসুম আর কুল ঘেরা বলরামপুরে আবার লাক্ষা শিল্পে দেশের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে।