লালা নয় কয়লাতে মূল পান্ডা জয়দেব!
পারিজাত মোল্লা,
গত বিধানসভার নির্বাচনে আগে হঠাৎ করে কয়লা পাচার মামলায় নামে সিবিআই এবং ইডি।সারাদেশ মিডিয়ার দৌলতে জেনে রয়েছে কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাঝী ওরফে লালা।তবে সোমবার আসানসোল জেলার সদর কোর্টে সিবিআই এজলাসে চারজন ধৃত কে পেশ করার সময় সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন – ‘ কয়লা পাচারে মূল পান্ডা ধৃত জয়দেব মন্ডল।’ এদিন অবশ্য লালার নাম উঠে আসেনি সিবিআইয়ের তরফে।রাজ্যের কয়লা কাণ্ডে মূল অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝির ঘনিষ্ঠ চারজনকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের নির্দেশে তাঁরা সিবিআই হেফাজতে ছিলেন। সোমবার অভিযুক্তদের ফের আদালতে তোলা হয়। এদিন সিবিআইয়ের আরজি মেনে অভিযুক্ত জয়দেব মণ্ডল, গুরুপদ মাজি, নারায়ণ নন্দ ও নীরদ মণ্ডলের আরও চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন সিবিআই আদালতের বিচারক জয়শ্রী বন্দোপাধ্যায়।