যৌন কর্মীদের পরিস্থিতি বুঝতে আদালতের স্বেচ্ছাসেবক নিয়োগ
মোল্লা জসিমউদ্দিন ,
মারণ ভাইরাস করোনা আবহে কেমন রয়েছেন যৌন কর্মীরা?তাদের পরিবাররাও কেমন রয়েছে? আর্থিক পরিকাঠামো এদের কেমন? এইসব জানতে কলকাতা হাইকোর্টের তরফে নিয়োগ করা হয়েছে স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবকরা একপ্রকার সার্ভে করে রিপোর্ট জমা দেবেন আদালতের কাছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ, ‘স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি’ এলাকা ভিত্তিক এইসব স্বেচ্ছাসেবক নিয়োগ করবে। এই স্বেচ্ছাসেবকরা যৌনকর্মীদের সমস্যার কথা জেনে আদালতে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন। মারণ ভাইরাস করোনা অতিমারির কারণে যৌনকর্মীদের দীর্ঘদিন ধরেই আয়ের পথ বন্ধ বলা যায় । ঘরভাড়া দিতে হচ্ছে। আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন বেশিরভাগ যৌনকর্মীই। তাদের অসুবিধা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক ব্যক্তি। তাঁর আর্জি, যৌনকর্মীদের আর্থিক সহায়তা, খাদ্য ও তাঁদের সন্তানদের পড়াশোনার ভার বহন করুক রাজ্য সরকার। দুর্বার-এর জনসংযোগ আধিকারিক মহাশ্বেতা মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, -” তাঁরা আগেই রাজ্য সরকারকে যৌনকর্মীদের সমস্যার কথা জানিয়েছিলেন। সরকার রেশনের ব্যবস্থা করেছে। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও সাহায্যের জন্য এগিয়ে এসেছে”। হাইকোর্ট স্বেচ্ছাসেবকদের এলাকাভিত্তিক রিপোর্ট পেয়ে যৌনকর্মীদের জন্য কী ব্যবস্থার নির্দেশ দেয়? তার দিকে তাকিয়ে অনেকেই। সম্প্রতি কলকাতা হাইকোর্টে উঠেছিল এই মামলাটি।সেখানে আদালত রাজ্য আইনী পরিষেবা কেন্দ্র কে স্বেচ্ছাসেবক নিয়োগ করে এলাকাভিত্তিক যৌন কর্মীদের সার্বিক পরিস্থিতি বিশেষত আর্থিক পরিকাঠামো জানতে রিপোর্ট তলব করে থাকে।