সৌরভ কে জমি প্রদান মামলায় হিডকো ও রাজ্য সরকার কে দশ হাজারের জরিমানা
মোল্লা জসিমউদ্দিন,
সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্ডাল এবং বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে উঠে প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কে হিডকোর জমি প্রদান সংক্রান্ত মামলা।যে পদ্ধতিতে জমি দেওয়া হয়েছে, এবং ফেরত দেওয়া হয়েছে তা আইনগত ঠিক নয়।তাই কলকাতা হাইকোর্ট হিডকো এবং রাজ্য সরকার কে আলাদাভাবে ১০ হাজার টাকার আর্থিক জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে।এই জরিমানার অর্থ জমা দিতে হবে রাজ্য আইনী পরিষেবা কেন্দ্রের কাছে। স্কুল তৈরির জন্য রাজ্য সরকারের কাছ থেকে জমি নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তা অনেক আগেই সৌরভ ফিরিয়েও দিয়েছেন হিডকো কে। সম্প্রতি এই জমি দেওয়ার পদ্ধতি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্ডাল ও বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ হিডকো এবং রাজ্য সরকারকে আলাদাভাবে ১০ হাজার টাকার জরিমানা করেছে। প্রসঙ্গত, স্কুল এবং ক্রিকেট কোচিং সেন্টার খোলার ইচ্ছাপ্রকাশ করে গত ২০১২ সালের ৯ জুলাই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জমির জন্য রাজ্য সরকারের কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন। তার ভিত্তিতে নিউটাউনে ২ একর জমি ৯৯ বছরের জন্য লিজ দেওয়ার সিদ্ধান্ত নেয় তৎকালীন রাজ্য মন্ত্রিসভা। এর জন্য বরাদ্দ করা হয়েছিল প্রায় ১১ কোটি টাকার মতো । পরে ২০১৩ সালে ওই জমির দাম ৪৫ শতাংশ কম করার আর্জি রাজ্য সরকারের কাছে রেখেছিলেন সৌরভ গাঙ্গুলি । পরে অবশ্য রাজ্য সরকার তা পর্যালোচনা করে ৫.২৭ কোটি টাকায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হিডকো ইলেকট্রিক, জল ও অন্যান্য আনুসাঙ্গিক মূল্য মিলিয়ে জমির দাম ধার্য করে ৫ কোটি ৯০ লক্ষ ৩০ হাজার ৭২০টাকা। এই মর্মেই গত ২০১৪ সালে হিডকো এবং ‘গঙ্গোপাধ্যায় এডুকেশন ওয়েল ফেয়ার সোসাইটি’র এবং মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছিল। তবে এই জমি নিয়ে ২০১৬ সালে হিউম্যানিটি ফর সল্টলেকের তরফ থেকে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে দাখিল করা মামলাকারীর প্রশ্ন ছিল, ‘ স্বল্প দামে টেন্ডার না ডেকে এই জমি কেন দেওয়া হল?’ অন্যান্য খেলোয়ারদের নিয়েও একটি টেন্ডার করে জমি বিলি করা যেত যা ক্রিকেট প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে করা হয়নি বলে অভিযোগ।এই বিতর্কের মাঝেই গত বছর জমি ফিরিয়ে দেন সৌরভ। এ প্রসঙ্গে সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ -‘ যে উদ্দেশ্যে জমি নেওয়া হয়েছিল তা মহত্। কেন তা ফেরত দেওয়া হল? রাজ্য সরকার ও হিডকো কেন জমি দিল? কেনই বা ফেরত নিল?দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বাণিজ্যিক বা সামাজিক প্রেক্ষাপটে কোনও জমি হস্তান্তরের পর কেন ফেরত দেওয়া হল তাঁর উপযুক্ত কারণ দর্শাতে হয়। এক্ষেত্রে তা মানা হয়নি।তাই রাজ্য সরকার ও হিডকো কতৃপক্ষ কে আলাদা আলাদা ১০ হাজার টাকা করে জরিমানা ধার্য করল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই অর্থ জমা দিতে হবে রাজ্য আইনী পরিষেবা কেন্দ্রের অফিসে।এখন দেখার এই মামলায় সুপ্রিম কোর্ট যায় কিনা রাজ্য সরকার ও হিডকো?