মহিলা খুন নিয়ে চাঞ্চল সালানপুরে
কাজল মিত্র,
, এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সালানপুর থানার অন্তর্গত আল্লাডি গ্রাম পঞ্চায়েতের বরাভূই গ্রামে। নিহতের নাম পার্বতী মারান্ডি (৪০)।বৃহস্পতিবার বরাভূই গ্রামের এলাকার মানুষজন ওই গ্রামের পার্বতী মারান্ডি নামের এক মহিলাকে তারই বাড়ির মধ্যে রক্তাক্ত পড়ে থাকতে দেখে ।এরপরেই গ্রামের বাসিন্দারা সালানপুর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে পিঠাকেয়ারী হাসপাতালে নিয়ে যায়।সেখানে হাসপাতালের চিকিৎসক জানান -তার মাথায় ও কানের পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বহু রক্তক্ষয় হয়েছে ।আর তাই মহিলার অবস্থা আশঙ্কা জনক দেখে তাকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাবার সময়ই রাস্তাতেই ওই মহিলার মৃত্যু হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ও ঘটনার তদন্ত শুরু করেছে।স্থানীয় সূত্রে খবর ওই মহিলা বাড়ির মধ্যেই মদ তৈরির কাজ করত ।তবে কিভাবে ও কারা ওই মহিলাকে আক্রমন করল সে বিষয়ে পুলিশ তদন্ত করছে ।জিজ্ঞাসা বাদ করা হচ্ছে গ্রামের মানুষজনকেও।