বজ্রপাতে এক বালক ও তাঁর ৭ টি ছাগলের মৃত্যু
সেখ সামসুদ্দিন, ২৭ সেপ্টেম্বরঃ ছাগল চড়াতে বেরিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক বালকের। মারা গিয়েছে তাঁর সাতটি ছাগলও। সোমবার দুপুরে মর্মান্তিক এক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার বোহার ২ পঞ্চায়েতের মাকরা গ্রামে। মৃত বালকের নাম অমিত মুর্মু (১৫)। মাকরা গ্রামেই তাঁর বাড়ি।ময়নাতদন্তের জন্য পুলিশ বালকের মৃতদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । পরিবার পরিজন ও স্থানীয় সূত্রে জানা যায়, দরিদ্র আদিবাসী পরিবারের ছেলে অমিত মুর্মু। তাদের বাড়ির লোকজনের পোষা ৮-১০ টি ছাগল নিয়ে এদিন দুপুরে অমিত গ্রামের মাঠে চড়াতে যায়। ওই সময়ে হঠাৎই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। তখন অমিত তার ছাগল গুলি নিয়ে মাঠের কাছে থাকা একটি মন্দির তলায় আশ্রয় নেয়। কিন্তু তাতেও রক্ষা মেলেনি । প্রবল বজ্রপাত হলে বালক অমিত ও তাঁর সাতটি ছাগল সেখানেই লুটিয়ে পড়ে। স্থানীয়রা অমিত মুর্মুকে উদ্ধার করে পাহাড়হাটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে জানা যায় বজ্রপাতের জেরে সাতটি ছাগলও মারা গিয়েছে।