‘ফিট ইন্ডিয়া ফ্রিডম রান’ হলো পূর্বস্থলীতে
মির্জা মহঃ মশিহুর রহমান,
;শনিবার নেহেরু যুব কেন্দ্র (বর্ধমান) দ্বারা ফিট ইন্ডিয়া ফ্রিডম রান এর আয়োজন করা হয়। নেহেরু যুব কেন্দ্র বর্ধমানের উদ্যোগে এবং পূর্বস্থলীর মেরতলা বঙ্গপাড়া ফুটবল ক্লাবের সহযোগিতায় ‘আজাদী কা অমৃত মহোৎসব’ কার্যক্রমের অন্তর্গত ফিট ইন্ডিয়া ফ্রিডম রান ২.০ আয়োজন করা হয়। আয়োজনে শতাধিক যুবক যুবতীরা সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন। সকলকে শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে অনুস্ঠান আরম্ভ হয়। এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য সকল কে স্বাস্থ্য সচেতন করা, – ‘ফিটনেস কি ডোজ, আধা ঘন্টা রোজ’। সকলে মিলে জাতীয় পতাকা নিয়ে সচেতনতা দৌড় আয়োজন করা হয় । দৌড়ের শেষে সমবেত ভাবে সকলে মিলে জাতীয় সংগীত গাওয়ার পর সভা সমাপ্ত করা হয়।