করোনা যোদ্ধাদের সম্মান প্রদান বর্ধমান রাজ কলেজে
সেখ সামসুদ্দিন,
; জাতীয় সেবা প্রকল্পের ৫৩ তম প্রতিষ্ঠা দিবস পালন হয় বর্ধমান রাজ কলেজে। এই অনুষ্ঠানের সূচনা হয় এন.এস.এস পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ ডঃ নিরঞ্জন মণ্ডল।শনিবার কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের মূল পর্বে সাংস্কৃতিক প্রস্তুতির সাথে কেন্দ্রীয় বিষয় ছিল করোনা যোদ্ধাদের প্রতি সম্মান জ্ঞাপন করা। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে যখন সবাই গৃহবন্দী ছিলেন এবং অক্সিজেন সংকট দেখা দিচ্ছিল তখন বর্ধমান রাজ কলেজের অধ্যাপক ও অধ্যাপিকাদের সাহায্যার্থে কিছু অক্সিজেন সিলিন্ডার কিনে এবং নব-বন্ধন সংস্থার কাছ থেকে পাওয়া সিলিন্ডারকে কাজে লাগিয়ে এন.এস.এস. ভলান্টিয়াররা অনেকটাই অক্সিজেনের চাহিদা পূরণ করতে সফল হয়েছিল। তারা অনলাইনে একটি গ্রুপ তৈরি করে লোকেদের হাসপাতালের খালি বেড, রক্ত, এ্যাম্বুলেন্স, অক্সিজেন সম্পর্কিত সূচনাও দেওয়ার কাজ করেন। তাদের এই কাজকে সম্মান জানিয়ে বর্ধমান রাজ কলেজের এডভাইজারী কমিটি ফর ইমার্জেন্সি অক্সিজেন সার্ভিস ও জাতীয় সেবা প্রকল্প ইউনিট এর তরফ থেকে তাদের হাতে মেমেন্টো ও শংসাপত্র তুলে দেওয়া হয়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলী মহসিন কলেজের অধ্যাপক ডঃ শশী নাথ মন্ডল।