বালিশের ওয়াড়ে মৃত সদ্যোজাত, চাঞ্চল্য প্রগতি ময়দানে 
গোপাল দেবনাথ
 অমানবিকতার চরম নিদর্শন দেখা গেল কলকাতার সায়েন্স সিটি লাগোয়া প্রগতি ময়দান এলাকায়। বালিশের ওয়াড়ে মৃত সদ্যোজাত। মৃত শিশুকন্যার বয়স মাত্র ২৩ দিন। পরিবার সূত্রের খবর, গত শনিবার দুপুরে ঘুমোচ্ছিল ওই শিশুকন্যা। সে তার মামাবাড়িতে ছিল। তখনই ঘুমের মধ্যে নাকে মুখে বালিশের ওয়াড় জড়িয়ে যায় তার। শ্বাসরুদ্ধ হয়ে আসে। প্রথমে কেউ খেয়াল করেনি। পরে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসএসকেএম হাসপাতালে শনিবার চিকিত্‍সাধীন ছিল একরত্তি ওই শিশু। তার অবস্থা ছিল গুরুতর। পরে রাত সাড়ে বারোটা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় শিশুটির। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে প্রগতি ময়দান থানার  পুলিশ। কীভাবে ঘুমের মধ্যে বালিশের ওয়াড় জড়িয়ে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারেও শোকের ছায়া নেমে এসেছে। 

Leave a Reply