প্লেয়িং ইলেভেনে থাকতেই তৃণমূলে, জানালেন বাবুল সুপ্রিয়
এস.মন্ডল,
, কেন্দ্রের শাসক দল বিজেপি ছেড়ে রাজ্যের শাসক দল তৃণমূলের হাত ধরেছেন গায়ক বাবুল সুপ্রিয়। কেন এই পটপরিবর্তন? রবিবার সাংবাদিক সম্মেলন করে বাবুল সুপ্রিয় জানান – ‘প্লেয়িং ইলেভেনে থাকতেই তৃণমূলে এসেছি’।আরও বলেছেন, -‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তা জানাবেন কয়েকদিন পর। এদিন বাবুল আরও জানিয়েছেন, -‘সোশ্যাল মিডিয়া থেকে আপাতত ‘সন্ন্যাস’ নিয়েছেন তিনি। আগে বলা কোনও কথাই মুছে ফেলতে চান না বাবুল। সোশ্যাল মিডিয়ায় করা সমস্ত পোস্টই তিনি রেখে দেবেন বলে জানিয়েছেন। এদিন বাবুল বলেন, প্লেয়িং ইলেভেনে থাকতে পছন্দ করেন তিনি। যেখানে তাঁকে সেই সুযোগ দেওয়া হয়েছে, সেখানেই তিনি থাকতে চান। কিছুদিন আগেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ খুইয়েছিলেন বাবুল। তারপর থেকেই বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। মন্ত্রিত্ব হারানোর ফলেই বাবুল দল ছেড়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিন সেকথাই যেন আরও বেশি করে স্পষ্ট করে দিয়েছেন তিনি। এখন দেখার তৃণমূল আগামী দিনে বাবুল সুপ্রিয় কে কেমনভাবে রাজনৈতিক মর্যাদা দেয়?