মোল্লা শফিকুল ইসলাম দুলাল,
, সদ্য বিজেপি ছেড়ে আসা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ভবানীপুরে উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কার বিরুদ্ধে যেতে চাননা। আজ অর্থাৎ রবিবারসীয় সাংবাদিক সম্মেলনে তা জানালেন বাবুল সুপ্রিয়। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে ভোটের প্রচারে তিনি যাবেন কিনা? সএই প্রশ্নের জবাবে আসানসোলের সাংসদ জানিয়েছেন, -‘ তাঁর মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে যাওয়ার দরকার আছে বলে মনে হয় না। দল তাঁকে কোনওরকম বিড়ম্বনায় ফেলবে না বলেই তাঁর বিশ্বাস। প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সঙ্গে বাবুলের সম্পর্ক ভালো। ভবানীপুরের প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কার নাম ঘোষণার পরেই বাবুল তাঁকে নিয়ে পোস্ট করেন। তিনি জানান আইনজীবী হিসেবে প্রিয়াঙ্কা অসাধারণ। এমনকি রাজনীতি ছেড়ে দিলে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে তারকা প্রার্থীদের তালিকায় বাবুলের নাম রাখা হয়েছিল। তাঁর পরেই শনিবার রাজনৈতিক রঙ বদলান বাবুল। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন। এদিন সকালে প্রচারে গিয়ে প্রিয়াঙ্কাও বলেছেন, -‘বাবুল আর তাঁর মধ্যে দাদা আর বোনের মতো সম্পর্ক’। তাই বোনের বিরুদ্ধে বাবুল প্রচারে যাবেন না বলেই আশা করেন তিনি। সাংবাদিক বৈঠকেও সেই ইঙ্গিতই দিলেন। ভবানীপুরে উপনির্বাচনে কে জিতলে তিনি আন্তরিক খুশি হবেন, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন।