বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে অরুণ গোলদার
জাহির আব্বাস:
বর্ধমান দুই পঞ্চায়েত সমিতির শ্যামল দত্ত স্মৃতি সভাকক্ষে পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন অরুণ গোলদার। ইতিপূর্বে তিনি সমিতির সহ সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।উল্লেক্ষ্য, সম্প্রতি পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্ত প্রয়াত হওয়ায় পদটি শূন্য হয়ে পড়ে ছিল। ফলে, বিভিন্ন সরকারি প্রকল্প রূপায়ণ বা অন্যান্য কাজে সমস্যা হচ্ছিল। তাই যতদিন না স্থায়ী সভাপতি নির্বাচন হচ্ছে ততদিন অরুণ বাবু এই দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। উপস্থিত ছিলেন, বর্ধমান ২ ব্লকের বি ডি ও সুবর্ণা মজুমদার,জেলা পরিষদের জনস্বাস্থ্য বিষয়ক কর্মধ্যক্ষ বাগবুল ইসলাম, ব্লক কৃষি অধিকর্তা সৌমেন ঘোষ,বি এল আর ও জয় মজুমদার, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মধ্যক্ষ পরমেশ্বর কোনার, পূর্ত কর্মধ্যক্ষ সৌভিক পান, শিক্ষা কর্মধ্যক্ষ অম্বিকা দাস এছাড়াও অন্যান্য আধিকারিক, কর্মধ্যক্ষ ও বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান গণ।
এদিনের সভায় প্রয়াত শ্যামল বাবুর প্রতিকৃতিতে মাল্যদান করে অরুণবাবু জানান, শ্যামল বাবুর শূন্যস্থান একমাত্র শ্যামল বাবুই পূরণ করতে পারেন। তবে, এই গুরু দায়িত্ব আমি যথাসাধ্য পালনের চেষ্টা করব। সরকারি প্রকল্পের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে সজাগ থাকবো। বিডিও সুবর্ণা মজুমদার বলেন, আমরা সরকারি প্রকল্পগুলি উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ।সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের বর্ধমান দুই পঞ্চায়েত সমিতির কাজগুলি সম্পূর্ণ হবে।