উড়ালপুলে দুরন্ত গতিই প্রাণ কাড়লো যুবকের

জ্যোতিপ্রকাশ মুখার্জি,
নিঝুম উড়ালপুল এবং দুরন্ত গতিই প্রাণ কাড়লো এক মোটরসাইকেল চালকের।বাটানগর ও জিজিরাবাজারের মধ্যে সম্প্রতি উড়ালপুলের এই ঘটনা। মৃতের নাম সুদীপ মণ্ডল। গত শুক্রবার রাতে এই উড়ালসেতুর  উপরে তিনি তীব্র গতিতে বাইক চালাচ্ছিলেন। পুলিশ সূত্রের খবর তাঁর বাইকের গতি ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার। নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের গার্ডওয়াল টপকে তিনি নীচে পড়ে যান। প্রায় ৪০ ফুট নীচে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়। জানা গেছে, যে বাইক সুদীপ মণ্ডল চালাচ্ছিলেন তার দাম ১.৬ লক্ষ টাকা। তাঁর অভিনব কায়দায় দামী দামী বাইক চালানোর শখ ছিল বলে জানা গেছে পরিবার সূত্রে। ব্রীজের উপর থেকে বাইক নিয়ে যুবককে পড়তে দেখেছেন যাঁরা, সঙ্গে সঙ্গে তাঁরাই তাঁকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। কিন্তু তাতে লাভ হয়নি। যুবকের গাড়ির লাইসেন্স ও অন্যান্য কাগজ পত্র দেখে তাঁর বাড়িতে খবর দেন স্থানীয়রাই। মাত্র কয়েক মাস আগেই ওই দামী বাইকটি সুদীপ কিনেছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের লোকজন। ঘটনার দিন বজবজে বাইক নিয়ে এক বন্ধুর বাড়ি গণেশ পুজোয় গিয়েছিলেন তিনি। এরপরই ঘটলো মর্মান্তিক এই ঘটনা। 

Leave a Reply