ওয়াসিম বারি,

উঃ ২৪ পরগণা জেলার দেগঙ্গা ব্লক এলাকায় ফের এক গনধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী,গ্ৰেফতার ২ পলাতক ১ জন, ধৃতদের মধ্যে আছে একজন নাবালক।গত দশদিনের মধ্যে পরপর দুটি গনধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেগঙ্গা এলাকায়।স্থানীয় সূত্রে খবর গতকাল বুধবার সন্ধ্যার পরে আত্মীয়ের বাড়ি দরকার মিটিয়ে বাড়ি ফিরছিল বছর ১৫ দশম শ্রেণির নাবালিকা ছাত্রী।এলাকার একটি নির্জন জায়গায় পথ আটকায় ৩ যুবক, অভিযোগ জোর করে তুলে নিয়ে যায় একটি আমবাগানে। সেখানে জোরপূর্বক ৩ অভিযুক্ত পরপর ধর্ষণ করে বলে অভিযোগ।অসুস্থ অবস্থায় ছাত্রীটি কোনক্রমে সেখান থেকে পালিয়ে এসে তার বড়ো বোনকে অত্যাচারের কথা জানায়,খবর দেওয়া দেগঙ্গা থানায় পুলিশ ছাত্রীটিকে জিজ্ঞাসাবাদ করে , তিন আভিযুক্তের মধ্যে দুজনকে গ্ৰেফতার করে দেগঙ্গা থানার পুলিশ৷ মূল অভিযুক্ত পালিয়ে যায়,যার খোঁজে রাত থেকে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশের উদ্যেগে অসুস্থ রক্তাক্ত ছাত্রিটির চিকিৎসা করানো হয় বিশ্বনাথ পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পসকো ধারার মামলা দায়ের করে ধৃতদের বৃহস্পতিবার পাঠানো হয় বারাসত মহাকুমা আদালতে।

Leave a Reply