Spread the love

২৭ সেপ্টেম্বর কৃষক সংগঠনের ভারত বনধ 

মোল্লা শফিকুল ইসলাম দুলাল , 


কথা ছিল আগামী ২৫ সেপ্টেম্বর কৃষক সংগঠনগুলির ডাকে ভারত বনধ হবে।তবে দিন বদল ঘটলো।বিতর্কিত কৃষি আইনের বিরোধিতায় আগামী ২৭ সেপ্টেম্বর হচ্ছে ভারত বনধ।গত রবিবার সংযুক্ত কৃষাণ মোর্চার ডাকে ভারত বনধ হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র যোগেন্দ্র যাদব।তিনি বলেন – ” কেন্দ্রীয় সরকার ১০০ দিন ধরে কৃষক আন্দোলন চলছে, তাতে গতি কমে গেছে বলে মনে করছে। মুজাফফরনগরে এতবড় জমায়েত একটা শহরের পক্ষে সম্ভব নয়।এটা শুধু উত্তরপ্রদেশ কিংবা উত্তরাখন্ডের নয়।সমগ্র দেশের”। এই সময়কালে ৬০০ জন কৃষক মারা গেছে।তবুও সরকারের ঘুম ভাঙ্গেনি বলে অভিযোগ সংগঠনের।কেন্দ্রের তিনটি কৃষি বিলের প্রতিবাদ জানিয়ে গত বছর শেষ থেকে শুরু হয়েছিল কৃষক আন্দোলন। যা সর্বভারতীয় স্তরে সাম্প্রতিক সময়কালে বড় আন্দোলন হিসাবে উঠে আসে।তবে মারণ ভাইরাস করোনা আবহে এই আন্দোলন অনেকটাই স্তিমিত হয়ে পড়ে।কেন্দ্রের এই তিনটি কৃষি বিল বাতিল ঘোষণা করতে হবে দাবি রেখে ফের জাগছে বিজেপি সরকার বিরোধী এই আন্দোলন। গত রবিবার মুজাফফরনগরে এই বিরাট সভা হয় কৃষক আন্দোলনে যুক্ত নেতা কর্মীদের নিয়ে।যা নিয়ে ফের রাজনৈতিক ময়দানে উঠছে কৃষক আন্দোলন। এই সভায় বিপুল জমায়েত কৃষক আন্দোলনের নেতাদের উজ্জীবিত করেছে এই আন্দোলন কে আরও প্রসারিত করার জন্য বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *