তালিবান দখলে পঞ্জশির? দাবি পাল্টা দাবি,
জ্য্যোতিপ্রকা মুখার্জি ,
গত ১৫ আগস্টের পর থেকে আফগানিস্তান দখল নিয়েছে তালিবান নেতৃত্ব। সেখানে পথের কাঁটা ছিল পঞ্জশির এলাকা।এখানে প্রয়াত আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদের সশস্ত্র গেরিলা বাহিনী এবং আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমারুল্লাহ সালেহ তালিবানদের বিপক্ষে লড়ছেন। এইমুহুর্তে এলাকা দখলের বেদখলের দাবি চলছে দু তরফেই।কোনটি সত্যি, তার সততা পাওয়া মুস্কিল। এরমধ্যেই পঞ্জশিরের প্রতিরোধ চূর্ণ, পুরো আফগানিস্তান তাদের দখলে।দাবি রাখলো তালিবান নেতৃত্ব। দুপক্ষের লড়াইয়ে হানাহানি অব্যাহত। তালিবানের তিনটি সূত্র মারফত প্রকাশ, গত শুক্রবার তারা পঞ্জশির দখল নিয়েছে। এমনকি আফগানিস্তান এর ভাইস প্রেসিডেন্ট আমারুল্লা সালেহ নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যদিও পঞ্জশিরের মাসুদ বাহিনী এই খবরের সততা স্বীকার করেনি।এমনকি আমারুল্লা সালেহ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন – তিনি দেশের মধ্যেই আছেন এই লড়াইয়ে। এই আফগানিস্তানের আভ্যন্তরীণ বিবাদে গত কুড়ি বছরে ২ লক্ষ ৪০ হাজার আফগান সেনা মারা গেছেন। তালিবান নেতৃত্ব জানিয়েছে- আগামী ৬ থেকে ৮ সপ্তাহে তারা ২৫ টি মন্ত্রক নিয়ে ১২ জন কাউন্সিল নিয়ে সরকার গড়ছে।