Spread the love

আফগান পরিস্থিতি পর্যালোচনা করতে মার্কিন সফরে মোদী?


মোোল্লা শফিকুল ইসলাম দুলাল
গত ১৫ আগস্টের পর থেকে আফগানিস্তান দখল নিয়েছে তালিবান নেতৃত্ব। ঠিক এইরকম পরিস্থিতিতে চলতি মাসের শেষ সপ্তাহে মার্কিন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের বিদেশ মন্ত্রকে এই বিষয়ে আলোচনা চলছে বলে প্রকাশ। সম্ভবত আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর মার্কিন সফরে যেতে পারেন মোদি। জো বাইডেন আমেরিকান প্রেসিডেন্ট হওয়ার পর এটিই সর্বপ্রথম মার্কিন সফর হতে চলেছে মোদীর।তবে ইতিমধ্যেই তিনবার ভার্চুয়াল বৈঠক হয়েছে এই দুই রাস্ট্রপ্রধানের।গত মার্চে কাদ সামিটে,এপ্রিলে জলবায়ু বদল সামিটে এবং জুনে জি ৭ শীর্ষ বৈঠকে ভার্চুয়াল হয়েছে। মারণ ভাইরাস করোনা আবহে মুখোমুখি বৈঠক হয়নি।২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন মোদি মার্কিন সফরে গিয়েছিলেন। সেসময় ভোট প্রচারে মোদী ডোনাল্ড ট্রাম্প এর সমর্থনে ‘আব কি বার ট্রাম্প সরকার ‘ আওয়াজ তুলে ছিলেন।এতে ডেমোক্র্যাটরা ক্ষুব্ধ হয়েছিলেন। এখন দেখার বর্তমান পরিস্থিতিতে আফগান পরিস্থিতি নিয়ে দুই রাস্ট্রপ্রধানের কি আলোচনা হয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *