মুলায়মের বাড়িতে উত্তরপ্রদেশ বিজেপি প্রধান, জল্পনা তুঙ্গে
সেখ নিজাম আলম ,
উত্তরপ্রদেশের রাজনৈতিক চাঞ্চল্য পড়ে গেছে সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়মের সিং যাদবের বাড়িতে উত্তরপ্রদেশ বিজেপি প্রধান যাওয়া ঘিরে। তুমুল বিতর্ক সেইসাথে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। গত সোমবার সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের বাড়িতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের বিজেপি রাজ্য সভাপতি স্বতন্ত্রদেব সিং।মূলত মঙ্গলবার বিজেপির দাপুটে নেতা কল্যাণ সিংহের স্মরণসভার আমন্ত্রণ জানাতে।তবে সমাজবাদী পার্টির তরফে জানানো হয়েছে – ‘ বিজেপির সাথে দূরত্ব তৈরি হয়েছে স্বতন্ত্রদেব সিংহের। নেতাজীর ( মুলায়ম সিং যাদব) আশীর্বাদ নিয়ে দলবদল করতে চান ওই নেতা’। যদিও উত্তরপ্রদেশের বিজেপি রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিংহ বলেছেন – শুধু মুলায়ম সিং যাদব নন বিএসপির মায়াবতী কেও প্রয়াত বিজেপি নেতা কল্যাণ সিংহের স্মরণ সভার আমন্ত্রণ জানাতে যাওয়া হয়েছিল। তবে ওয়াকিবহাল মহল মনে করছে- আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভার নির্বাচন। ওবিসি ভোটব্যাংক মজবুত করতে মুলায়ম সিং যাদবের বাড়িতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের বিজেপি রাজ্য সভাপতি। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহ একসময় ওবিসি সমাজে দাপুটে নেতা ছিলেন। এই নেতার প্রয়াণে কোন শোকবার্তা জানাননি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।শোকবার্তা না জানানো নিয়ে বিজেপি নেতৃত্ব ক্ষুব্ধ। এই পরিস্থিতিতে স্মরণসভার আমন্ত্রণ জানানোর সৌজন্যতায় বিজেপি আগামী বিধানসভার নির্বাচনে ওবিসি সমাজে ভোটব্যাংক মজবুত করতে মুলায়ম সিং যাদবের বাড়িতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের বিজেপি রাজ্য সভাপতি স্বতন্ত্রদেব সিংহ।