ধর্ষণ মামলায় জামিন ‘ ভবিষ্যতের সম্পদ’ কে!
মোল্লা জসিমউদ্দিন,
গত ১৩ আগস্ট গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি অজিত বড়ঠাকুরের এজলাসে এক ধর্ষণ মামলায় জামিন দেওয়া হলো ‘ভবিষ্যতের সম্পদ’ উল্লেখ্য রেখে। ধর্ষণে অভিযুক্ত এবং নির্যাতিতা উভয়ই আইআইটির সহ পড়ুয়া। তাই মেধাবী পড়ুয়ার আগামী দিনের কথা ভেবে এবং সেইসাথে চার্জশিট সম্পন্ন হওয়া, সরাসরি বা পরোক্ষভাবে তথ্যপ্রমাণ ক্ষতির আশংকা না থাকা সবদিক বিবেচনা করে এই জামিন মঞ্জুর করে থাকে গুয়াহাটি হাইকোর্ট।৩০ হাজার টাকার বন্ডে এবং সমপরিমাণ অর্থে দুজন জামিনদারের শর্তে এই জামিন। বিচারপতি তাঁর পর্যবেক্ষণে উল্লেখ রেখেছেন – ‘ ধর্ষণে অভিযুক্ত ও ধর্ষিতা উভয়ই দেশের আগামীদিনের সম্পদ।যাবতীয় তথ্য প্রমাণ এর ভিক্তিতে মামলা দাঁড়িয়েছে।তবে মামলার তদন্ত যেহেতু শেষ হয়েছে। তাই চার্জ গঠন হলে অভিযুক্ত কে আটক রাখার প্রয়োজন নাও হতে পারে’। তাছাড়া অভিযুক্ত সরাসরি / পরোক্ষভাবে তথ্য প্রমাণ প্রভাবিত করার সম্ভাবনা নেই বলে মনে করছে হাইকোর্ট। গত ২৮ মে রাতে সহপাঠী কে ধর্ষণ করার অভিযোগ উঠে আইআইটি পড়ুয়ার বিরুদ্ধে। ৩ এপ্রিল গ্রেপ্তার হয় অভিযুক্ত। ১৩ আগস্ট গুয়াহাটি হাইকোর্টের তরফে মিলেছে জামিন।