খায়রুল আনাম,
বীরভূম : শ্রীনিকেতনের সুরুলে সকালেই জলে ডুবে মৃত্যু হলো পাপড়ি দাস নামে ৮ বছরের এক শিশু কন্যার। তার দিদিমা স্থানীয় একটি বাড়ীতে পরিচারিকার কাজ করেন। তিনি যখন কাজে যান তখন পাপড়িও তার সাথে যায়। সেখানেই সে খেলা করার সময় অসাবধানতায় পুকুরের জলে পড়ে যায়। পরে তার দিদিমা পাপড়িকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করেন। জড়ো হয় অনেক মানুষজন। পরে পুকুরের জলে ভাসতে দেখা যায় পাপড়ির মৃতদেহ। শান্তিনিকেতন থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বোলপুর মহকুমা হাসপাতালে।