সাধন মন্ডল,
রায়পুর ইসকন মন্দিরে চলছে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব। ঝুলন উৎসব শুরু হয়েছে 18 ই আগস্ট চলবে আগামী 22 আগস্ট পর্যন্ত। প্রতিদিন যুগল মূর্তি কে মন্দিরের বাইরে নাটমন্দির নিয়ে এসে ঝুলন উৎসব করা হয়। দোলনায় বসিয়ে দোলানো হয় যুগল মূর্তি কে সন্ধ্যায় প্রতিদিন নাম কীর্তন করতে উপস্থিত হন কয়েকশো ভক্তবৃন্দ। এ ব্যাপারে রায়পুর মদনগেপালকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ রসময় আনন্দ জি মহারাজ বলেন ভগবান সারা বছরে তিনবার মন্দিরের বাইরে বের হন এবং মানুষকে কৃপা দৃষ্টি দেন।