খায়রুল আনাম,
বীরভূম : রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচীর কাজকর্ম খতিয়ে দেখতে জেলার বোলপুর, ইলামবাজার, নানুর এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের সচিব তথা জেলার দুয়ারে সরকার কর্মসূচীর নোডাল অফিসার মণীশ জৈন। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) নিতু শুক্লা, বোলপুরের মহকুমাশাসক অয়ন নাথ-সহ প্রশাসনিক অন্যান্য আধিকারিকরা। বোলপুর জামবুনি, বাহিরী ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয়, ইলামবাজারের শীর্ষা এবং নানুরের পাপুড়ি হাই মাদ্রাসায় যেখানে এই ক্যাম্পগুলি হয়েছে, তা তিনি পরিদর্শন করেন। তবে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে, যেখানেই এই ক্যাম্পগুলি হয়েছে সেখানে পরিষেবা নিতে আসা মানুষজনেরা এই করোনাকালে সামাজিক দূরত্ববিধি মানেন নি। ব্যতিক্রম দেখা যায় নানুরের পাপুড়ি হাই মাদ্রাসা ও বঙ্গছত্র লবঙ্গলতিকা হাই স্কুলে। লবঙ্গলতিকা হাই স্কুলে গোল বৃত্ত কেটে সকলের দাঁড়িয়ে পরিষেবা নেওয়ার ব্যবস্থা করা হয়েছিলো। আর সবচেয়ে বড় সাফল্য দেখা যায়, নানুরের পাপুড়ি হাই মাদ্রাসার ক্যাম্পে। যেখানে এলাকার উদ্যোগী পুরুষ শেখ কাজলের তত্বাবধানে রীতিমতো প্যাণ্ডেল তৈরী করে এবং সকলের পৃথকভাবে সামাজিক দূরত্ববিধি মেনে বসার জন্য বেঞ্চের এবং পরিশ্রত পানীয় জলেরও ব্যবস্থা করা হয়েছিলো। ক্যাম্পের ক্ষেত্রে প্রশাসনিক আধিকারিকদের যা মুগ্ধও করে। মণীশ জৈন বোলপুর সার্কিট হাউসে প্রশাসনিক আধিকারিকদের সাথে একটি বৈঠকে বসে এই কর্মসূচী সফল করার জন্য বিস্তারিতভাবে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশও দেন।