চলে গেলেন ‘বঞ্চিত’ পিলু ভট্টাচার্য
মোল্লা জসিমউদ্দিন,
গত রাতে মারা গেলেন বহুমুখী প্রতিভার অধিকারী পিলু ভট্টাচার্য। তবে তিনি বঞ্চিত হৃদয়েই চলে গেলেন আমাদের ছেড়ে। এইরুপ মনে করছেন প্রিয়জনরা।গায়ক, সুরকার, অভিনেতা,ফুটবলার, ড্যান্সার, সঞ্চালক,জিঙ্গেল মেকার প্রভৃতি জগতে তিনি ছিলেন স্বতন্ত্রধারায় বিকশিত। তবে তাঁকে আমজনতা সেভাবে চিনতো না, পাননি সেভাবে যোগ্য সম্মান। মঞ্চে গান গাওয়া কিংবা কমেডিতে অভিনয় এখনও অনেকের হৃদয় কে নাড়িয়ে দেয়।উত্তর কলকাতার রামকৃষ্ণ বিদ্যালয়ে ছাত্রজীবন, পরবর্তীতে জয়পুরিয়া কলেজে স্নাতক। বেঙ্গল জুনিয়র দলে ফুটবল খেলেছেন তিনি।মূলত লোকগানে জনপ্রিয়তা পেয়েছিলেন। ‘সুরেলা সাংস্কৃতিক কেন্দ্র’ নামে এক সংস্থা গড়েছিলেন। সেখানে ১৯৬ জন সদস্য রয়েছে। যাত্রায় ‘সায়ক’ ‘কুশীলব ‘ প্রভৃতিতে গান গেয়েছেন, দিয়েছেন সূর।২০০৫ সালে মারাদোনা কলকাতায় এলে উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করেছিলেন পিলু ভট্টাচার্য। ২২ টি ছবিতে সূর দিয়েছেন তিনি।