Spread the love

21শে জুলাই প্রস্তুতি ও সাংসদ সংবর্ধনা

সেখ রাজু,

আগামী 21শে জুলাই শহীদ স্মরণের উপলক্ষ্যে মঙ্গলকোট বিধানসভার মঙ্গলকোট হাই মাদ্রাসা প্রাঙ্গনে তৃণমূল কংগ্রেসের জনসভা অনুষ্ঠিত হয় । পাশাপাশি সদ্য নব নির্বাচিত বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মালের সংবর্ধনা অনুষ্ঠানে মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী ও পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহ বিভিন্ন কর্মাধ্যক্ষ, প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি ও অগণিত তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন । অনেক আগেই একুশে জুলাই উপলক্ষ্যে সমগ্র মঙ্গলকোট জুড়ে দেওয়াল লিখন এ তৎপরতা যথেষ্ট লক্ষণীয় পাশাপাশি অঞ্চল ভিত্তিক প্রচার ও শহীদ দিবসের প্রস্তুতি এক নজর কারে । সদ্য নির্বাচিত লোকসভা ভোটে বোলপুর কেন্দ্রের জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত মালকে জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ও বিধায়ক অপূর্ব চৌধুরী সহ বিভিন্ন অঞ্চল সভাপতি ও অন্যান্যরা সংবর্ধনা প্রদান করেন । বিপুল ভোটে মঙ্গলকোট থেকে জয়লাভ পেলেও এখনো যেসব মানুষ তৃণমূল থেকে মুখ ফিরিয়া আছে তাদেরকে দলে নিয়ে এসে মুখ্যমন্ত্রীর স্রোতে সকলকে আনতে হবে ও এলাকার উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, এই দাবি রাখলেন সাংসদ অসিত মাল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *