৯/১১ হামলায় দায়ী নয় লাদেন, জানালো তালিবান 

আমিরুল ইসলাম
আমেরিকার ওয়াল্ডট্রেড সেন্টার ও পেন্টাগনে গত ৯/১১ তারিখে যে সন্ত্রাসী হামলা ঘটেছিল।সেখানে আল-কায়দার একদা সুপ্রিমো ওসাবা বিন লাদেন কোনভাবেই যুক্ত ছিলেন না বলে জানালো তালিবান। ওই হামলার আড়ালে লাদেন যে যুক্ত ছিলেন তার কোন প্রমাণ মিলেনি বলে দাবি করেন তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ। ‘লাদেন যখন আমেরিকার কাছে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন।তখন তিনি আফগানিস্তানে ছিলেন। কিন্তু লাদেন যে ওয়াল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে হামলা ঘটিয়েছেন তার প্রমাণ এখনও মিলেনি’। কুড়ি বছর পর ওসাবা বিন লাদেনের নির্দোষ প্রমাণে তৎপরতা কিসের ইংগিত তা বোধগম্য হচ্ছেনা অনেকেরই।২০১১ সালে পাকিস্তানে ভেতরে আমেরিকার বিশেষ বাহিনীর হাতে মারা যান ওসাবা বিন লাদেন। ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহারের ডেডলাইন বেঁধে দিয়েছে তালিবান। যদি ওই তারিখের পর আফগানিস্তানের মাটিতে মার্কিন সেনা থাকে তাহলে সেখানে হানাহানির সম্ভাবনা প্রবল রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Leave a Reply