Spread the love

 ৯ জানুয়ারির আগে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ নয়,কমিশন কে হাইকোর্ট 

গোপাল দেবনাথ

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় -‘ পঞ্চায়েত ভোট সংক্রান্ত কোনও ধরনের বিজ্ঞপ্তি  জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন । লাগবে হাইকোর্টের অনুমতি’। এদিন শুভেন্দুর দাখিল  মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ে পঞ্চায়েত ভোট চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানিতেই এদিন  কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, -‘ আগামী ৯ জানুয়ারি পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোট সংক্রান্ত কোনও ধরনের বিজ্ঞপ্তি জারি করতে পারবে না। আগামী ৯ জানুয়ারির মধ্যে পঞ্চায়েত  ভোট সংক্রান্ত নিরাপত্তা বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা দিতে হবে’। সেই হলফনামা দেওয়ার পর মামলাকারী শুভেন্দু অধিকারী পৃথক একটি হলফনামা দেবেন। তারপর হবে এই মামলার শুনানি বলে জানা গেছে ।কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার বা নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যায় কিনা? এখন সেটায় দেখার । গত ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচন ঘিরে তত্‍কালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের সঙ্গে রাজ্য সরকারের তীব্র সংঘাত হয়েছিল। তা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট  পর্যন্ত। এবার বিরোধী দলনেতার দাখিল মামলায়  পঞ্চায়েত ভোট নিয়ে এক জটিলতা তৈরি হলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পঞ্চায়েত নির্বাচন  নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন । পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত শুভেন্দু অধিকারীর  দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ । আগামী ৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি । ওই দিন পর্যন্ত আপাতত এই নির্দেশ বলবত্‍ থাকবে  বলে জানা গেছে ।  মামলায় উঠে এসেছে , -‘ গত ২৯ জুলাই তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষের গণনার যে বিজ্ঞপ্তি রাজ্য নির্বাচন কমিশন দিয়েছে, তা ত্রুটি যুক্ত’ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *