খায়রুল আনাম,
উলট পুরাণ ঘটে গেল বীরভূমের মুরারইয়ের কামারখুর গ্রামে। এতোদিন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসে অনেকেই যোগ দিচ্ছিলেন শাসক তৃণমূল কংগ্রেস শিবিরে। কিন্তু বৃহস্পতিবার কামারখুর গ্রামে বিজেপির সংখ্যালঘু মোর্চার এক সভায় ২০০ টি সংখ্যালঘু পরিবারের প্রায় ৮০০ জন তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও সিপিএম ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। এদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপির সংখ্যালঘু সেলের আব্দুল লতিফ ও বগটুই গণহত্যায় স্বজন হারানো শেখ মিহিলাল। এই এলাকাটি রয়েছে তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ শতাব্দী রায়ের নির্বাচন ক্ষেত্রের মধ্যে।