গৌতম তালুকদার (সম্পাদক বিধান শিশু উদ্যান),

৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালিত হোলো বিধান শিশু উদ‍্যানে
আজ বিকেল চারটের সময়ে সমস্ত করোনা বিধি মেনে প্রজাতন্ত্র দিবস পালিত হোলো বিধান শিশু উদ‍্যানে। উদ‍্যানের কলাকেন্দ্রের সভ‍্য সভ‍্যারা নাচ, গান, আবৃত্তির মাধ‍্যমে শ্রদ্ধার সঙ্গে পালন করলো প্রজাতন্ত্র দিবস। অন‍্যান‍্য বছরে সদস‍্য সদস‍্যা উপস্থিত থাকেন। এ বছর করোনা বিধিনিষেধ মান‍্য করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
দীর্ঘদিন খোলা মাঠে উপস্থিত হতে পেরে বাচ্চারা স্বাভাবিকভাবেই আনন্দিত। উপস্থিত সকলকে উদ‍্যানের তরফ থেকে স‍্যানিটাইজারের বোতল উপহার হিসেবে দেওয়া হয়েছে।

Leave a Reply